ঢাকা, শুক্রবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

কার্টার, আতিসারি, ব্রুন্টল্যান্ড, রবিনসন উ. কোরিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩১, এপ্রিল ২৬, ২০১১
কার্টার, আতিসারি, ব্রুন্টল্যান্ড, রবিনসন উ. কোরিয়ায়

পিয়ংইয়ং: সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মঙ্গলবার সকালে একটি ব্যক্তিগত বিমানে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে পৌঁছেছেন। তার সঙ্গে সাবেক তিনজন রাষ্ট্রনেতাও রয়েছেন।

খবর সিনহুয়ার।

তিনদিনের উত্তর কোরিয়ার সফরে সাবেক এই নেতাদের লক্ষ্য হচ্ছে, দেশটিতে বিদ্যমান খাদ্যসংকট পর্যবেক্ষণ, পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা শুরু করা এবং সর্বোপরি কোরীয় উপদ্বীপে উত্তেজনা কমানো।

রাজধানীর বিমানবন্দরে নেতাদের স্বাগত জানান দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো। এসময় কার্টারের আশপাশে কেবল সাংবাদিকদের যাওয়ার অনুমোদন ছিল। অবশ্য তাদেরও কার্টারের খুব কাছে যেতে দেওয়া হয়নি।

কার্টারের সঙ্গে রয়েছেন ফিনল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মার্টি আতিসারি, নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী গ্রো ব্রুন্টল্যান্ড এবং আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট ম্যারি রবিনসন। চারনেতাই বিমান থেকে নামার পর সাংবাদিকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন।

কার্টার ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। ২০০২ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। গত বছর আগস্টে কার্টার সর্বশেষ তিনদিনের সফরে একজন সাংবাদিককে মুক্ত করতে উত্তর কোরিয়ায় যান।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।