ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাশার আল আসাদের সমর্থনে শ্যাভেজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১১
বাশার আল আসাদের সমর্থনে শ্যাভেজ

কারাকাস: ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ সোমবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি তার সমর্থন ব্যক্ত করেছেন। খবর এএফপির।



প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার সিরিয়ার সরকারি বাহিনী দারায় সামরিক ট্যাংক দিয়ে পরিচালিত আক্রমণে কমপক্ষে ২৫ জন বিদ্রোহী নিহত হয়। পরদিন পাঁচ শতাধিক গ্রেপ্তার করে সিরিয়া।

শ্যাভেজ বলেন, সিরিয়ার ভেতরে সন্ত্রাসীরা ঢুকে পড়েছে। প্রতিনিয়ত তারা সহিংস পরিস্থিতি তৈরি করছে। এতে অনেকেই নিহত হচ্ছে। কিন্তু কোনো তদন্ত ছাড়াই তারা (পশ্চিমারা) এর জন্য আসাদকে দায়ী করছে। লাতিন আমরিকার এই নেতা বাশার আল আসাদের খুবই ঘনিষ্ঠ মিত্র।

সিরিয়ার বর্তমান সহিংস পরিস্থিতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ঔপনিবেশিক শক্তি প্রদর্শনকে দায়ী করে বলেন, তারাই  সিরিয়ার বিদ্রোহীদের উসকে দিচ্ছে।

এদিকে, মানবাধিকার কর্মী এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, সিরিয়ায় সরকারি বাহিনীর আত্রমণে এ পর্যন্ত ৩৯০ জন বিদ্রোহী প্রাণ হারিয়েছে।  

এর আগে শ্যাভেজ লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির প্রতিও তার সমর্থন ব্যক্ত ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।