ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দেড়শ’ যাত্রী নিয়ে ফ্রান্সে প্লেন বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫
দেড়শ’ যাত্রী নিয়ে ফ্রান্সে প্লেন বিধ্বস্ত

ঢাকা: দক্ষিণ ফ্রান্সের পার্বত্য এলাকায় ১৫০  জন আরোহী নিয়ে একটি জার্মান উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) ফ্রান্সের আল্পস পর্বতের কাছে প্রত্যন্ত একটি গ্রামে এ-৩২০ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।



আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, উড়োজাহাজটি স্পেনের বার্সেলোনা থেকে ডুসেলডর্ফ যাচ্ছিল। ১৪২ যাত্রী ও ৬ জন ক্রু নিয়ে আল্পসের দুই হাজার সাতশ’ মিটার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় এটি বিধ্বস্ত হয়। পরে আরোহীর সংখ্যা আরো দুইজন বেশি বলে জানানো হয়।

এটি জার্মান বিমানসংস্থা লুফথানসার মালিকানাধীন জার্মান উইংস-কোম্পানির ।

ফ্রান্সের বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, বিধ্বস্ত হওয়ার আগে উড়োজাহাজটি এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়। রাডারের আওতার বাইরে চলে যাওয়া যোগাযোগ রক্ষা করা আর সম্ভব হয়নি।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। তিনি এ ঘটনায় জার্মান চান্সেলর আঙ্গেলা মার্কেলকে সমবেদনা জানান।

এক বিবৃতিতে তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে এ ঘটনায় কেউই বেঁচে নেই বলে মনে হচ্ছে। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

ফ্রান্সের প্রধানমন্ত্রী মানুয়েল ভায়েস জানান, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্দ কাজেনুভে  এরই মধ্যে দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫/আপডেট: ১৯১৬ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।