তাইপে: তাইওয়ানের আগামী নির্বাচনে প্রথম বারের মতো নারী প্রেসিডেন্ট পদপ্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির প্রধান বিরোধীদল। দলের সাবেক ভাইস প্রধানমন্ত্রী সাই ইং ওয়েনকে এ পদের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
বিরোধীদল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) ভারপ্রাপ্ত সভাপতি কার চিয়েনমিং জানান, আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীতা পেতে দলের দুইজন জ্যেষ্ঠ নেতাকে পরাজিত করে সাই (৫৪) দলের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন।
২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচেন দলের শোচনীয় পরাজয়ের পর থেকেই আইনজীবী সাই ডিপিপির সভাপতির দায়িত্ব পালন করছেন। দায়িত্ব গ্রহণের পর দল তার নেতৃত্বে একাধিক আঞ্চলিক নির্বাচনে জয়লাভ করে।
সাই আগামী নির্বাচনে চীনের ঘনিষ্ট কুমিনতাং দল থেকে নির্বাচিত দেশটির বর্তমান প্রেসিডেন্ট মা ইং জিউ এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জিউ দ্বিতীয় মেয়াদে এবং তার শেষ দফায় চার বছরের ক্ষমতার জন্য নির্বাচনে লড়বেন।
আসন্ন নির্বাচনে সাই নির্বাচিত হলে তিনিই হবেন দ্বীপরাষ্ট্র তাইওয়ানের প্রথম নারী প্রেসিডেন্ট।
১৯৪৯ সালে গৃহযুদ্ধের পর চীন-তাইওয়ান আলাদা হয়ে গেলেও তাইওয়ানকে এখনো নিজস্ব ভূখ- বলে মনে করে চীন।
বাংলাদেশ সময়: ১৩৩৫, এপ্রিল ২৭, ২০১১