ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লি কুয়ানের শেষকৃত্য দুপুরে, যোগ দিচ্ছেন বিশ্ব নেতারা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫
লি কুয়ানের শেষকৃত্য দুপুরে, যোগ দিচ্ছেন বিশ্ব নেতারা

ঢাকা: আধুনিক সিঙ্গাপুরের রূপকার লি কুয়ান ইউয়ের শেষকৃত্যের অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ইতোমধ্যে রাজধানীতে ভিড় জমিয়েছেন লাখো মানুষ।

যোগ দেবেন বিশ্ব নেতারাও।

রোববার (২৯ মার্চ) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) মরদেহ নিয়ে শোক মিছিলের মাধ্য শুরু হবে শেষকৃত্যের ‍আনুষ্ঠানিকতা। পার্লামেন্ট হাউস থেকে শুরু হয়ে এ শোকযাত্রা শেষ হবে ইউনিভার্সিটি কালচারাল সেন্টারে গিয়ে।

রাষ্ট্রীয় এ শেষকৃত্যে বিশ্ব নেতারা অংশ নেবেন। পরে একটি পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে শেষকৃত্য সম্পন্ন করা হবে।

স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, গত সপ্তাহে মহান এ নেতাকে সম্মান জানিয়েছেন প্রায় ১০ লাখ মানুষ। দেশটির চার লাখ ১৫ হাজারের বেশি মানুষ লি কুয়ানের উদ্দেশ্যে পার্লামেন্ট হাউস পরিদর্শন করেছেন।

সংবাদ মাধ্যমগুলো জানায়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো, জাপানের প্রধানমন্ত্রী শিনজো ‍আবে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট প্রমুখ শেষকৃত্যের অনুষ্ঠানে অংশ নেবেন।

দুপুরে পুরো দেশের মানুষ তাদের আধুনিক সিঙ্গাপুরের রূপকারের সম্মানে একমিনিট নীরবতা পালন করবে।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৩ মার্চ) মারা যান লি কয়ান।

সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউর বয়স হয়েছিল ৯১ বছর। তার বড় ছেলে লি সিয়েন লং সিঙ্গাপুরের বর্তমান প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ০৭১১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।