ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেন: সালেহ ও বিরোধীরা ক্ষমতা হস্তান্তরে একমত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১১
ইয়েমেন: সালেহ ও বিরোধীরা ক্ষমতা হস্তান্তরে একমত

সানা: ইয়েমেনের বিরোধী মোর্চা মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহর ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা মেনে নিয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী আগামী ৩০ দিনের মধ্যে সালেহ দেশটির ক্ষমতা ছাড়বেন।



গত সপ্তাহে এসংক্রান্ত একটি পরিকল্পনা হাজির করে উপসাগরীয় সহায়তা পরিষদ বা জিসিসি। জিসিসির নেতারা বিরোধী মোর্চার নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে তারা সালেহ, তার পরিবার, সহযোগী ও স্বজনদের দায়মুক্তির শর্ত জুড়ে দিয়েছে। এর আগে বিরোধীরা জিসিসির এ পরিকল্পনা প্রত্যাখ্যান করে।

বিরোধী নেতাদের এই সম্মতির মাধ্যমে দেশটিতে অন্তর্বর্তী জাতীয় ঐকমত্যের সরকার গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গত ৩২ বছরের সালেহর শাসনামলের বিরুদ্ধে দেশটিতে নজিরবিহীন সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে।

এদিকে, বিরোধী মোর্চা জেএমপি ও তরুণ নেতাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গত কয়েক মাস ধরে ছাত্র নেতারা জানিয়ে আসছে, বিরোধী দলগুলোর কারণে তাদের দাবিদাওয়ার কথা ধামাচাপা পড়ে যাচ্ছে। জিসিসির পরিকল্পনা বাস্তবায়িত হলে তাদের ভূমিকার প্রতি হেয় করা হবে।

আশা করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্য ক্ষমতাসীন দল ও বিরোধী দলগুলোর মধ্যে সালেহ ক্ষমতা ছাড়া বা সরকার পরিবর্তন সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে।

তবে দেশজুড়ে বিক্ষোভকারীরা এ পদক্ষেপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তারা বলছেন, জেএমপিসহ বিভিন্ন বিরোধী দল তাদের স্বার্থ রক্ষার কথা বলে না।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।