কাবুল: আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে সরকারি বিমানচালকের গুলিতে বুধবার নয়জন ন্যাটো সেনা নিহত হয়েছে। ন্যাটো কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে ঘটনাটি ঘটে। বিমানচালকও পাল্টা গুলিতে নিহত হয়।
ন্যাটোর নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যান্স ফোর্সের মুখপাত্র মেজর টিম জেমস বলেন, ‘হামলার সময় হালকা গোলাগুলি হয়েছে, এ বিষয়ে আমরা নিশ্চিত। তিনি আরও বলেন, দুর্ঘটনা শেষ হয়েছে। তবে কিভাবে গোলাগুলি শুরু হলো তা জানা যায়নি। ’
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিপদ সংকেত পেয়ে বিমানবন্দরে অনেক সেনা জড়ো হয়। সেখানে এমনিতেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকে।
গণমাধ্যমের কাছে পাঠানো এক বার্তায় জঙ্গিগোষ্ঠী তালেবান এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। সরকারের তরফ থেকে জঙ্গি হামলার বিষয়ে কিছু বলা হয়নি।
বিবিসির একজন সংবাদদাতা কাবুল থেকে জানান, বিদেশি সেনারা তাদের আফগান সহকর্মীদের একদমই বিশ্বাস করে না।
বিশ্লেষকরা বলছেন, সেনাবাহিনীতে তড়িঘড়ি করে নিয়োগদানের ফলে সামরিক ও পুলিশ বাহিনীতে ব্যাপক সংখ্যায় তালেবান সদস্যরা ঢুকে পড়েছে। ফলে এই ধরনের ঘটনার সংখ্যা দিন দিন বাড়ছে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১১