ওয়াশিংটন: আফগানিস্তানে নিযুক্ত মার্কিন যৌথ বাহিনীর প্রধান জেনারেল পেট্রাউস মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার(সিআইএ) প্রধান হিসেবে মনোনীত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।
আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবারে এ ব্যাপারে সব কিছু জানানো হবে।
সিআইএর বর্তমান প্রধান লিওন পেনেট্টা প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করবেন। ২০১১ সালে বর্তমান প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেইটস অবসর নেয়ার তিনি তার স্থলাভিষিক্ত হবেন। রবার্ট গেইটস জর্জ বুশের সময়ে ২০০৬ সালে সর্বপ্রথম প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান।
কয়েক সপ্তাহ ধরেই এই পরিবর্তনের আভাষ পাওয়া যাচ্ছিল।
প্রেসিডেন্ট বারাক ওবামা বর্ষীয়ান কূটনীতিক রায়ান ক্রোকারকে আফগানিস্তানের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দিয়েছেন। এই দুটো প্রস্তাবই এখন সিনেটে পাশ হতে হবে।
আফগানিস্তানে পেট্রাউসের অফিস থেকে এ ব্যাপারে বিবিসি জানতে চাইলে কোন মন্তব্য পাওয়া যায় নি।
এক মাস আগে এক সাক্ষাৎকারে বিবিসিকে পেট্রাউস জানান, তিনি এখানে নভেম্বর পর্যন্ত থাকবেন।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১১