ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদিতে দুই ব্যক্তির মাথা বিচ্ছিন্ন করে মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১১

রিয়াদ: সৌদি আরবে বৃহস্পতিবার দুটি পৃথক হত্যা মামলায় দুই ব্যক্তির দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।



বিবৃতিতে বলা হয়, আবদুল্লাহ বিন সাইদ আল হার্তি নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে আলি বিন নাসের আল-হার্তির মাথা বিচ্ছিন্ন করা হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আসিরে তার মৃত্যু কার্যকর করা হয়। সরকারি বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানায়।

আরেক মামলায় পিতাসহ তিনজনকে গুলি করে হত্যা করায় খালেদ বিন মোহাম্মদ আল-দোসারি নামের একজনকে রাজধানী রিয়াদে মৃত্যুদ- দেওয়া হয়। দেহ থেকে মাথা বিচ্ছিন্ন  করে তার মৃত্যু করা হয়।

দেশটির ইসলামি শরিয়া আইন অনুযায়ী সৌদি আরবে ধর্ষণ, হত্যা, ধর্মত্যাগ, ডাকাতি ও মাদক চোরাচালাসের অভিযোগ মৃত্যুদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা,

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।