ঢাকা, শুক্রবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

অবশেষে অস্ত্র বিরতিতে সম্মত থাইল্যান্ড-কম্বোডিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৩, এপ্রিল ২৮, ২০১১
অবশেষে অস্ত্র বিরতিতে সম্মত থাইল্যান্ড-কম্বোডিয়া

ব্যাংকক: প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে টানা সাতদিন রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশ বৃহস্পতিবার অস্ত্র বিরতিতে সম্মত হয়েছে। খবর এএফপির।



থাইল্যান্ড সরকারের মুখপাত্র পানিতান ওয়াতানাইয়াগর্ন জানান, সকালে উভয় দেশের সামরিক কর্তৃপক্ষ আলোচনায় বসে অস্ত্রবিরতিতে একমত হয়েছে। এখন উভয় দেশের সীমান্ত এলাকার চেক পয়েন্ট খুলে দেওয়া হবে। সংঘর্ষের সময় সীমান্ত এলাকা থেকে সরে যেতে বাধ্য হওয়া গ্রামবাসীরা এখন তাদের বাড়ি ফিরতে পারবেন।

কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার সকালে একই ধরনের বিবৃতি প্রকাশের পর থাইল্যান্ডের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হলো।

সপ্তাহব্যাপী সংঘর্ষে উভয় দেশের মোট ১৫ জন সেনা কর্মকর্তা নিহত হয়েছে। সংর্ঘষের জন্য দুই দেশই  পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

প্রসঙ্গত ৯০০ বছরের পুরোনো হিন্দু মন্দির প্রিয়া বিহারের মালিকানা নিয়ে কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব চলছে। এর আগেও একাধিকবার এ দ্বন্দ্ব সশস্ত্র সংঘর্ষের রুপ নেয়।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।