ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ড্রেসিং রুমে গোপন ক্যামেরা পেলেন ভারতীয় মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৫
ড্রেসিং রুমে গোপন ক্যামেরা পেলেন ভারতীয় মন্ত্রী ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের গোয়া রাজ্যের কান্দোলিমে ফাবিন্দিয়া নামে জনপ্রিয় একটি পোশাকের দোকানের ড্রেসিং রুমে গোপন ক্যামেরা পেলেন কেন্দ্রীয় ইউনিয়ন মন্ত্রী স্মৃতি ইরানি।

সমুদ্র উপকূলবর্তী রাজ্যটিতে ছুটি কাটাতে যাওয়া স্মৃতি ইরানি কেনাকাটার জন্য দোকানটিতে গেলে এর ড্রেসিং রুমে গোপন ক্যামেরা লক্ষ্য করেন তিনি।



শুক্রবার (৩ এপ্রিল) ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়।

গোপন ক্যামেরার সন্ধান পেয়ে স্মৃতি ইরানি স্থানীয় বিধানসভার সদস্য মাইকেল লবোকে জানান। এ ঘটনায় অভিযোগের পর কান্দোলিম থানায় ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) করা হয়েছে।

বিধান সভা সদস্য মাইকেল লবো জানান, গোপন ক্যামেরাটি ড্রেসিং রুমটির দিকে রাখা ছিল। এটি চোখে পড়াটাও সহজ ছিল না।

এ ঘটনায় কেন্দ্রীয় ইউনিয়ন মন্ত্রী স্মৃতি ইরানির একটি বিবৃতির প্রেক্ষিতে পোশাকের দোকান ফাবিন্দিয়ায় অনুসন্ধান চালাচ্ছে স্থানীয় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।