ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাষ্ট্রবিরোধী তৎপরতায় অভিযুক্ত শীর্ষ চীনা কমিউনিস্ট নেতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৫
রাষ্ট্রবিরোধী তৎপরতায় অভিযুক্ত শীর্ষ চীনা কমিউনিস্ট নেতা ছবি : সংগৃহীত

ঢাকা: ঘুষ নেওয়া, ক্ষমতার অপব্যহার এবং রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস করার অভিযোগে চীনের সাবেক নিরাপত্তা প্রধান ঝো ইয়াংকংয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করেছেন দেশটির রাষ্ট্রপক্ষের আইনজীবীরা

শুক্রবার (৩ এপ্রিল) দেশটির সর্বোচ্চ প্রসিকিউশন কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

ঝো ইয়াংকং তার দীর্ঘ রাজনৈতিক জীবনে ক্ষমতার অপব্যবহার করে সুবিধা আদায় করতেন এবং প্রচুর পরিমান ঘুষ নিয়েছেন বলে অভিযোগ করেছেন প্রসিকিউশন।

তার অনৈতিক কর্মকাণ্ডে সরকারি সম্পদ ও জাতীয় স্বার্থের ব্যাপক ক্ষতি হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে অভিযোগপত্রে।

চীনের রাজধানী বেইজিংয়ের নিকটবর্তী তিয়ানজিনের একটি আদালতে এ মামলার কার্যক্রম চলবে।

৭২ বছর বয়সী ঝো ইয়াংকং ছিলেন ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং দেশটিকে শাসনকারী শীর্ষ নয় ব্যক্তির মধ্যে একজন। চীনের অভ্যন্তরীণ নিরাপত্তা, পুলিশ বাহিনী, বিচার ও গোয়েন্দা কার্যক্রম তদারক করতেন তিনি।

দীর্ঘ রাজনৈতিক জীবন শেষে ২০১২ সালে অবসর গ্রহণ করেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।