ঢাকা, শুক্রবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

রাজকীয় বিয়ের বাকি মাত্র কয়েক ঘণ্টা....

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৪, এপ্রিল ২৯, ২০১১
রাজকীয় বিয়ের বাকি মাত্র কয়েক ঘণ্টা....

লন্ডন: আর কিছুক্ষণের মধেই শুরু হতে যাচ্ছে ব্রিটিশ প্রিন্স উইলিয়াম ও হবু প্রিন্সেস কেট মিডলটনের বিবাহপর্ব। মধ্য লন্ডনের ঐতিহাসিক ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ব্রিটেনের স্থানীয় সময় ১১টা, বাংলাদেশ সময় বিকেল ৪টায় বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে।



বিয়েতে বর প্রিন্স উইলিয়াম পরবেন আইরিশ কর্নেলের লাল রঙের পোশাক। তবে কনে মিডলটনের পোশাকের বিষয়টি গোপন রাখা হয়েছে।    

পুরো ব্রিটেন এখন ভাসছে উৎসবের আমেজে। সেই বহু আকাক্সিক্ষত ক্ষণটি যতোই এগিয়ে আসছে অ্যাবের বাইরে জনতার ভিড় ততোই বাড়ছে। তবে উৎসাহীদের আনাগোনা শুরু হয়েছে বুধবার রাত থেকেই। শুক্রবার রাতটি লন্ডনের মানুষ না ঘুমিয়েই কাটিয়েছে।

১৯০০ জন অতিথি লন্ডনের সময় সকাল সোয়া ৮টায়, বাংলাদেশ সময় বেলা ১টায় বিয়েবাটীতে এসে পৌঁছাবেন।

এই রাজকীয় বিয়ে উপভোগ করতে হাজার হাজার লোক বাকিংহাম প্রাসাদের বাইরে তাবু খাঁটিয়েছে। এই পথ দিয়েই বর-কনেকে নিয়ে যাওয়া হবে।  

বিয়ে উপভোগ করার জন্য রাজপ্রাসাদের বাইরে যারা তাবু খাটিয়েছে প্রিন্স উইলিয়াম বৃহস্পতিবার রাতে তাদের সঙ্গে দেখা করেন।

এদিকে, বিয়ের দিনটি বৃষ্টিস্নাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বৃটেনের আবহাওয়া দপ্তর। শুক্রবার লন্ডনের তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ও দুপুরে কয়েক পশলা বৃষ্টি হতে পারে।  

বাংলাদেশ সময়:১৩২৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।