ঢাকা, শুক্রবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়: মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৫, এপ্রিল ২৯, ২০১১
যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়: মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে

তুসকালুসা: যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তা-বে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কয়েকটি অঙ্গরাজ্য মিলিয়ে স্থানীয় প্রশাসন এবং সংবাদ মাধ্যম সূত্রে এ হিসাব পাওয়া গেছে।

খবর এএফপির।

এর মধ্যে অ্যালবামা অঙ্গরাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অঞ্চল জুড়ে শুধু ধ্বংসস্তুপ। ভেঙে পড়া স্থাপনাগুলোর নিচে আরো মৃতদেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুধু অ্যালবামাতেই মৃতের সংখ্যা ২০৪ জন। আহত হয়েছেন আরো এক হাজার ৭০০ জন। এছাড়া, টেনেসি অঙ্গরাজ্যে ৩৪ জন, মিসিসিপিতে ৩৩, জর্জিয়াতে ১৪, আরকানসাসে ১২, ভার্জিনিয়াতে ৫, মিসৌরিতে ২ এবং কেনটুকিতে একজনের প্রাণহানীর খবর পাওয়া গেছে।

শুক্রবার প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা দূর্গত এলাকা পরিদর্শনে যাবেন বলে যানা গেছে।

এদিকে, পূর্ব সমুদ্রঅঞ্চল জর্জিয়া থেকে ওকলাহোমা পর্যন্ত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। অ্যালবামায় ন্যাশনাল গার্ড  ও ২০০০ হাজার সেনা সদস্য উদ্ধার কাজ শুরু করেছে।

তুসকালুসার মেয়র ওয়ালটার ম্যাডক্স সংবাদ মাধ্যম সিএনএনকে জানান, তার শহরের অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।