লন্ডন: ব্রিটিশ রাজপরিবারের বিয়ের অনুষ্ঠান চলাকালীন সম্ভাব্য ঝামেলা ঠেকাতে ৪৩ জনকে আটক করেছে পুলিশ। খবর এএফপির।
পুলিশের একজন মুখপাত্র জানিয়েছে, দিনভর ৪৩ জনকে আটক করা হয়েছে। প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়েতে পাঁচ সহস্রাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
স্কটল্যান্ট ইয়ার্ড জানিয়েছে, যৌন হয়রানি, ফৌজদারি তৎপরতা ও শান্তিশৃঙ্খলা ভঙ্গের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
অনুষ্ঠান চলাকালীন ওয়েস্টমিনস্টার অ্যাবেতে যাওয়া এবং আসার পথে সারবেঁধে দাঁড়িয়ে দায়িত্ব পুলিশ পালন করেছে। বিভিন্ন বাড়ির ছাদেও পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ জানিয়েছে, দুটি ছোটখাট বিয়ে-বিরোধী বিক্ষোভ ছত্রভঙ্গ করা হয়েছে। এর আগে কর্তৃপক্ষ ৯৯ ব্যক্তির ওয়েস্টমিনস্টার শহরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। বৃহস্পতিবার নিরাপত্তার আগাম সতর্কতা হিসেবে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়।
সন্ত্রাসী বা নৈরাজ্যবাদীদের সম্ভাব্য সহিংস হামলা ঠেকাতে শুক্রবারে ব্রিটেনজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১১