কায়রো: মিশরের নীল নদ পাড় হওয়ার সময় ফেরির ওপর থেকে একটি যাত্রীবাহী মিনিবাস পড়ে গেলে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। নিখোঁজ হয়েছেন আরো পাঁচজন।
কায়রো থেকে ৭০ কিলোমিটর দূরে বেনি সুয়েফ অঞ্চলে এ দুর্ঘটনায় ১০ যাত্রী প্রাণে বেঁচে গেছে বলে কর্মকর্তা জানান। বাসটিতে ৩২ জন যাত্রী ছিলেন। তারা একটি শেষকৃত্য অনুষ্ঠানে যাচ্ছিলেন।
মিশরের সরকারি বার্তা সংস্থা প্রথমে ৪৩ জনের মৃত্যুর খবর জানালেও, পরে এই সংখ্যা ২২ জন বলে নিশ্চিত করে।
আইন অমান্য এবং রক্ষণাবেক্ষণের সুব্যবস্থা না থাকায় মিশরে যানবাহন দুর্ঘটনা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, ঘটনাস্থলে উদ্ধার কর্মী পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১১