ঢাকা, শুক্রবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী নিরাপদে, ভুটানে অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৭, এপ্রিল ৩০, ২০১১
অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী নিরাপদে, ভুটানে অবতরণ

ইতানগর: ভারতের অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার পার্শ্ববর্তী ভুটানের একটি নিরাপদ স্থানে জরুরি অবতরণ করেছে। ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।



এর আগে ভারতীয় গণামাধ্যমগুলো, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী দর্জি খাণ্ডুকে বহনকারী হেলিকপ্টার শনিবার সকাল ১০টায় উড্ডয়নের পরপরই নিখোঁজ হয়।

হেলিকপ্টারটিতে মুখ্যমন্ত্রী ছাড়া দুইজন ক্রুসহ চারজন আরোহী ছিলেন। তারা তাওয়াং থেকে ইতানগর শহরে যাচ্ছিলেন।

শিলংয়ের প্রতিরক্ষা বিভাগ জানায়, সকাল ৯ টা ৫৬ মিনিটে হেলিকপ্টারটি তাওয়াং থেকে উড্ডয়ন শুরু করে, সাড়ে ১১টায় এর ইতানগর পৌঁছানোর কথা ছিল। উড্ডয়নের ২০ মিনিট পরই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

৫৬ বছরের খাণ্ডু ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থায় কাজ করতেন। তিনি অরুণাচল রাজ্যের পঞ্চম মুখ্যমন্ত্রী হিসেবে গেয়ং আপাংয়ের স্থলাভিষিক্ত হন।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।