ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রোমে ২০০০ বছর পুরনো জাহাজের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১১
রোমে ২০০০ বছর পুরনো জাহাজের সন্ধান

রোম: ইতালিতে রোমের কাছে অতি প্রাচীন বন্দর ওসতিয়া থেকে একটি জাহাজের ভগ্ন অংশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এটি ২০০০ বছর বা তারো বেশি আগে নির্মিত হয়েছে।

প্রত্মতাত্ত্বিক গুরুত্ববাহী এই নিদর্শনটি একটি নতুন রাস্তা নির্মাণের কাজ করার সময় সেতুর নিচে পাওয়া গেছে। খবর সিফির।

১১ মিটার দৈর্ঘ্যরে এ জাহাজটি কাঠের তৈরি। এর সামনের ও পেছনের অংশ পাওয়া যায়নি।
 
রোমের প্রথম উপনিবেশ গড়ার ২৫০০ বছর আগে প্রাচীন ওসতিয়া এনটিকা বন্দরটি গড়ে ওঠে। তবে, ওসতিয়া এখন একটি আধুনিক বন্দর। রোমের প্রধান বিমানবন্দরের নিকটবর্তী জেলে বন্দর ফিওমিসিনোর সঙ্গে এর সংযোগ রক্ষার কাজ করতে গিয়েই অপ্রত্যাশিত ভাবে এ আবিষ্কার।

প্রত্মতত্ত্ববীদ আন্না মারিয়া মোরেত্তি বলেন, জাহাজটি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। এটির কাঠ শুকিয়ে যাওয়া রোধ করতে অনবরত পানি ঢালতে হচ্ছে। মাটি থেকে এটি তুলে আনতে খুব সুক্ষè যন্ত্রপাতির প্রয়োজন হবে। জাহাজটির অবশেষ মাটির পৃষ্ঠ থেকে চার মিটার গভীরে পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।