ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাংলার বাঘ ও বাঘিনীর নাম উইলিয়াম-কেট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১১
বাংলার বাঘ ও বাঘিনীর নাম উইলিয়াম-কেট

রিও ডি জেনিরো: ব্রাজিলের একটি চিড়িয়াখানার কর্তৃপক্ষ দর্শনার্থীদের জন্য দুটি রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে আসার ঘোষণা দিয়েছে। এসংক্রান্ত সব পদক্ষেপ নেওয়া হয়েছে।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সোমবার এগুলো রিও ডি জেনিরোর চিড়িয়াখানায় পৌঁছাবে।

বিশেষ খবর হচ্ছে, এ দুটি বাঘের নাম ব্রিটেনের রাজকুমার ও রাজকুমারির নামানুসারে রাখা হয়েছে অর্থাৎ তাদের নাম উইলিয়াম ও কেট।

বাঘ উইলিয়ামের বয়স চার ও বাঘিনী কেটের পাঁচ। চিড়িয়াখানার কর্তৃপক্ষ আশা করছে, সেখানের যাওয়ার পর বাঘ-বাঘিনীর মিত্রতা হয়ে যাবে।

সবচেয়ে পুরনো চিড়িয়াখানাটি ৬৬ বছর ধরে চলছে। এর আয়তন প্রায় এক হাজার ৩৮ হাজার বর্গমিটার ও এর ভেতরে প্রায় দুই হাজার সরিসৃপ, স্তন্যপায়ী প্রাণী ও নানান জাতের পাখি রয়েছে।

এরইমধ্যে বিশ্বের প্রায় ২০০ কোটি মানুষ প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ের অনুষ্ঠান উপভোগ করেছে। শুক্রবার লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।