রিও ডি জেনিরো: ব্রাজিলের একটি চিড়িয়াখানার কর্তৃপক্ষ দর্শনার্থীদের জন্য দুটি রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে আসার ঘোষণা দিয়েছে। এসংক্রান্ত সব পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিশেষ খবর হচ্ছে, এ দুটি বাঘের নাম ব্রিটেনের রাজকুমার ও রাজকুমারির নামানুসারে রাখা হয়েছে অর্থাৎ তাদের নাম উইলিয়াম ও কেট।
বাঘ উইলিয়ামের বয়স চার ও বাঘিনী কেটের পাঁচ। চিড়িয়াখানার কর্তৃপক্ষ আশা করছে, সেখানের যাওয়ার পর বাঘ-বাঘিনীর মিত্রতা হয়ে যাবে।
সবচেয়ে পুরনো চিড়িয়াখানাটি ৬৬ বছর ধরে চলছে। এর আয়তন প্রায় এক হাজার ৩৮ হাজার বর্গমিটার ও এর ভেতরে প্রায় দুই হাজার সরিসৃপ, স্তন্যপায়ী প্রাণী ও নানান জাতের পাখি রয়েছে।
এরইমধ্যে বিশ্বের প্রায় ২০০ কোটি মানুষ প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ের অনুষ্ঠান উপভোগ করেছে। শুক্রবার লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১১