ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেন: শিগগির সরে দাঁড়াচ্ছেন সালেহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১১
ইয়েমেন: শিগগির সরে দাঁড়াচ্ছেন সালেহ

সানা: উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) প্রধান আবদুললতিফ আল-জায়ানি ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহর বিশেষ আমন্ত্রণে এ মুহূর্তে ইয়েমেন রয়েছেন।

এদিকে, ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে একটি চুক্তিতে সই করতে সালেহ তার একজন প্রতিনিধিকে সৌদি আরবে পাঠাচ্ছেন।

দায়মুক্তি পাওয়ার শর্তে সালেহ ক্ষমতা ছাড়ার প্রস্তাবে রাজি হয়েছে। আলজাজিরা এ খবর প্রকাশ করেছেন।

আলজাজিরা জানায়, ক্ষমতাসীন দলের ক্ষমতা হস্তান্তরসংক্রান্ত কমিটির প্রধান সমঝোতাকারী আবদুল করিম আল-ইরিয়ানির এ চুক্তিতে সই করবেন। শনিবার তিনি সালেহর পক্ষ থেকে সৌদি আরবে যাচ্ছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, বিরোধী এবং সরকারের সমর্থকদের মধ্যে একটি মধ্যবর্তী সমঝোতার পথ বাতলে দেওয়ার জন্য তার এই ইয়েমেন সফর।

জিসিসি এর আগে ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহকে এক মাসের মধ্যে ক্ষমতা ছেড়ে দেওয়ার একটি পরিকল্পনা দেয়। এজন্য আরব অঞ্চলের ওই সংগঠনটি সালেহকে সংসদে একটি প্রস্তাব উত্থাপন করতেও বলেছিল। সেসময় সালেহ ও বিরোধী দল উভয়ই জিসিসির এই প্রস্তাব প্রত্যাখ্যান করে।

প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ ৩২ বছর ধরে ক্ষমতায় আছেন। তিউনিসিয়া ও মিশরে সরকার বিরোধী অভ্যুত্থান সফল হওয়ার পর ইয়েমেনেও একই পথ তৈরি হচ্ছে।

এদিকে, সরকার বিরোধীদের ডাকা ধর্মঘটে শনিবার দক্ষিণ ইয়েমেনে দুজন চাকুরিজীবী এবং চারজন বেসামরিক লোক নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। ইয়েমেনের দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটেছে।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী এ ঘটনায় একজন কর্মকর্তা এবং একজন সেনা নিহত হওয়ার কথা নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।

জিসিসি ভুক্ত দেশগুলো হচ্ছে, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব র সংযুক্ত আরব আমিরাত।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।