নয়াদিল্লি: ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং শনিবার ভারতের শীর্ষ পুলিশ কর্মকর্তাদের নির্ভয়ে কাজ করার আহবান জানিয়েছেন।
দিল্লিতে সিবিআই-এর নতুন কার্যালয় উদ্বোধনকালে মনমোহন সিং এসব কথা বলেন।
তার সরকারকে ঘিরে যেসব দুর্নীতির অভিযোগ রয়েছে সেগুলোর সুষ্ঠু তদন্তের স্বার্থেই তিনি এই নির্দেশ দিলেন। ভারতের বিভিন্ন গণমাধ্যমে এসংক্রান্ত খবর প্রকাশ করা হয়।
তিনি বলেন, যে বড় কয়েকটি দুর্নীতির অভিযোগ জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) তার তদন্ত করছে।
এর আগে টেলিযোগাযোগ খাতে এবং কমনওয়েলথ গেমস নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। প্রধান বিরোধী দল বিজেপি এজন্য ক্ষমতাসীন ইউপিএ সরকারকে দায়ী করেছে।
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় টেলিযোগাযোগ মন্ত্রী এ রাজা মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।
গত সপ্তাহে কমনওয়েলথ গেমসের আয়োজক কমিটির প্রধান সুরেশ কালমাদিকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১১