ত্রিপোলি: লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে কর্মরত আন্তর্জাতিক সব কর্মকর্তা-কর্মচারীকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ।
ন্যাটো বিমান হামলায় স্বৈরশাসক গাদ্দাফির ছেলে নিহত হওয়ার পর উত্তেজিত জনতা বিদেশি দূতাবাসসহ জাতিসংঘ অফিসে হামলা চালালে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জাতিসংঘের এক কর্মকর্তা জানান, জাতিসংঘের সব কর্মকর্তাকে প্রত্যাহার করা হবে এবং পরের সপ্তাহে তা আবার পর্যালোচনা করে দেখা হবে।
এদিকে, লিবিয়ায় মিশন তছনছ করার পর ব্রিটেন সরকার সে দেশে নিয়োজিত লিবিয়ান রাষ্ট্রদূতকে সে দেশ ছেড়ে যেতে বলেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাইফ আল-আরব গাদ্দাফির নিহত হওয়ার খবর শহরে ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা রাস্তায় নেমে এসে বিক্ষোভ করতে থাকেন।
ত্রিপোলিতে জাতিসংঘের এক কর্মকর্তা জানান, বিভিন্ন দূতাবাস ও জাতিসংঘ অফিস ভাঙচুরের ঘটনায় লিবিয়ার সরকার এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছে।
বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, মে ০২, ২০১১