ঢাকা, শুক্রবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ভুটানে অবতরণের খবর ঠিক নয়, এখনো খোঁজ নেই অরুণাচলের মুখ্যমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০২, মে ২, ২০১১

কলকাতা: এখনো খোঁজ পাওয়া যায়নি অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী দোরজি খা-র। তার হেলিকপ্টার ভারতের প্রতিবেশী দেশ ভুটানে অবতরণের খবর ঠিক নয় বলে জানা গেছে।

তিনি এখন কোথায় আছেন, তা নিয়ে শুরু হয়েছে বিভ্রান্তি।

অরুণাচলের রাজ্যপাল জে জে সিংহ ও ভারতীয় সেনাবাহিনী সূত্রে খবর ছিল, ‘রোববার দুপুর ২টা নাগাদ খারাপ আবহওয়ার কারণে গিরিপথ পার করার পর হেলিকপ্টারের পাইলট আর ইটানগরের দিকে যেতে পারেননি। ’

ঘন কুয়াশার মধ্যে ভুটানের তাপোরিচিতে নামান হয় হেলিকপ্টারটিকে।

এরপরেই জানা যায়, ভুটান সরকার ও পুলিশসহ ওই দেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পবন কুমার বর্মা কেউই মুখ্যমন্ত্রীর কোনো খবর জানাতে পারেননি।

পবন কুমার রোববার বিকেলে জানান, মুখ্যমন্ত্রীকে নিয়ে কোনো হেলিকপ্টার ভুটানের মাটিতে নেমেছে বলে কোনো খবর নেই।

এদিকে অরুণাচল প্রদেশ প্রশাসন সূত্রে জানা গেছে, খারাপ আবহাওয়ার কারণে এখন পর্যন্ত হেলিকপ্টার দিয়ে তল্লাশি শুরু করা যায়নি। স্থলপথে সীমা সুরক্ষা বলের জওয়ানরা ও স্থানীয় অধিবাসীদের সাহায্য নিয়ে তল্লাশি চালানো হচ্ছে।


বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, মে ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।