ওয়াশিংটন: বিশ্বের ‘মোস্ট ওয়ান্টেড’ সন্ত্রাসী ওসামা বিন লাদেনের মৃত্যুকে যুক্তরাষ্ট্রবাসীর বিজয় বলে উল্লেখ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।
বুশ তার দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলেন, লাদেনের মৃত্যুর খবর প্রেসিডেন্ট ওবামার কাছ থেকে জেনেছি।
২০০১ সালের ১১ সেপ্টম্বর টুইন টাওয়ারে হামলার পর বুশ সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।
বুশ বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চলবে। তবে আজ রাতে মার্কিনীরা একটি বার্তা দিয়েছে তা হলো, দেরি হয়েছে তো কি হয়েছে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৪০ঘণ্টা, মে ০২, ২০১১