ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রামাদি দখলের পথে আইএস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
রামাদি দখলের পথে আইএস

ঢাকা: ইরাকি সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধারা পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের রাজধানী রামাদির আশপাশের বেশ কিছু শহর ও গ্রাম দখল করে নিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

বুধবার আইএস যোদ্ধারা রামাদির ৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত আবু ঘানিমে একটি পুলিশ স্টেশন দখল করে নেয়।

এছাড়া বৃহস্পতিবার বাগদাদের পশ্চিমে আনবারের কারমা অঞ্চলে আইএস এর হামলায় নিহত হয় দশ ইরাকি সেনা।

আবু ঘানিম দখলের পর আইএস যোদ্ধারা এখন রামাদির দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

চলতি মাসের প্রথম দিকে ইরাকি বাহিনীর অভিযানে তিকরিত থেকে পিছু হটলেও ইরাকের অন্যান্য স্থানে নিজেদের অবস্থান জোরদারের চেষ্টা করছে আইএস। রামাদিকে দখলে নেয়ার চেষ্টা তারই অংশ বলে মনে করা হচ্ছে।

রাজধানী বাগদাদ থেকে ১১৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত রামাদি বর্তমানে ইরাকি বাহিনীর দখলে থাকলেও শহরটির অংশ বিশেষ এবং চারপাশের বেশিরভাগ এলাকাই আইএস এর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। বর্তমানে রাজধানীর সঙ্গে রামাদির সংযোগ রক্ষাকারী একমাত্র মহাসড়কটি দখলে নেয়ার চেষ্টা করছে আইএস যোদ্ধারা।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।