ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লাদেনের মৃত্যু ‘মাইল ফলক’ : নিউইয়র্ক পুলিশ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, মে ২, ২০১১
লাদেনের মৃত্যু ‘মাইল ফলক’ : নিউইয়র্ক পুলিশ প্রধান

নিউ ইয়র্ক: আল কায়দার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের নিহত হওয়াকে রোববার স্বাগত জানিয়ে একে মাইল ফলক বলে উল্লেখ করেছেন নিউইয়র্কের পুলিশ প্রধান রেমন্ড কেলি। খবর বিবিসির।



২০০১ এর ৯/১১ এর বিশ্বের সব চেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় রেমন্ডের পরিবারের আপন জনদের হারিয়েছিলেন।

রেমন্ড এক বিবৃতিতে বলেন,‘ওসামা বিন লাদেনের মৃত্যু ৯/১১ এর নিহতদের পরিবার ও বন্ধুদের জন্য সুখবর । ’

আল কায়দার টুইন টাওয়ার হামলায় কমপক্ষে ৩০০০ মানুষ নিহত হয়।

এদিকে, গণমাধ্যমগুলো জানায়, লাদেন নিহতের খবর ঘোষণা করার পর নিউইয়র্কে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। তবে, পুলিশের তরফ থেকে এ সংক্রান্ত কেনো মন্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, ০২ মে, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।