ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মৃত্যুর পর লাদেনের ভুয়া ছবি প্রকাশ: পাকিস্তানি টিভি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, মে ২, ২০১১
মৃত্যুর পর লাদেনের ভুয়া ছবি প্রকাশ: পাকিস্তানি টিভি

ইসলামাবাদ: বিভিন্ন টেলিভিশনে সম্প্রচারিত ওসামা বিন লাদেনের একটি ছবি ভুয়া বলে খবর প্রচার করেছে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম।

পাকিস্তানের বেশ কয়েকটি টিভি চ্যানেল সোমবার জানিয়েছে, বিন লাদেনের রক্তাক্ত চেহারার ছবি যাচাই না করে প্রকাশ করা হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বিন লাদেনের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন।

জিও টেলিভিশনের ইসলামাবাদ ব্যুরো চিফ রানা জাওয়াদ বলেন, ‘এটা ভুয়া ছবি। ২০০৯ সালে এটা ইন্টারনেটে ছিল। ’

পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে কালো দাড়ি ও ঘন লোমঅলা চেহারা দেখানো হয়। কপালে স্পষ্ট রক্তের দাগ। ডান চোখ খোলা, বাঁ চোখের সাদা অংশ দৃশ্যমান।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মে ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।