ওয়াশিংটন: জঙ্গি সংগঠন আল কায়েদার প্রধান নেতা নিহত ওসামা বিন লাদেনকে সমুদ্রে সমাহিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে এ খবর বের হয়েছে।
সিএনএন, ফক্স নিউজ ও এমএসএনবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের একজন উর্ধ্বতন কর্মকর্তা লাদেনের মৃতদেহ সমুদ্রে সমাহিত করার ব্যাপারটি নিশ্চিত করেছেন। তিনি এর বেশি কিছু জানাননি।
কখন তাকে সমাহিত করা হয়েছে এ বিষয়ে তিনি কিছু জানাননি। তবে এর আগে আরেক কর্মকর্তা বলেন, ‘আমরা নিশ্চিত করেই বলছি, ইসলামি প্রথা ও ঐতিহ্য অনুসারেই লাদেনকে সমাহিত করা হয়েছে। আমরা এটা (লাদেনকে সমাহিত করার ব্যাপারটি) অত্যন্ত গুরুত্বসহকারে নিয়েছি। আর এ কারণেই আমরা সঠিক নিয়মেই তাকে সমাহিত করেছি। ’
সমুদ্রে সমাহিত করার মধ্য দিয়ে এটা নিশ্চিত হয়েছে যে তাকে যেখানে সমাহিত করা হয়েছে সেই স্থানটি মাজারে পরিণত হবে না। এবিসি নিউজ এ খবর প্রকাশ করেছে।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মে ০২, ২০১১