ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লাদেনের মৃত্যুতে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, মে ২, ২০১১
লাদেনের মৃত্যুতে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

ঢাকা: আল কায়দার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনর মৃত্যুর ঘটনায় বিশ্বনেতারা স্বস্তির নিশ্বাস ফেলেছেন। তাদের প্রতিক্রিয়ায় এটাই উঠে এসেছে।



রোববার দিবাগত রাতে পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হামলায় লাদেন নিহত হয়। এই ঘটনার পর বিশ্ব নেতারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, বিশ্ববাসীর জন্য এটি বড় মুক্তি বয়ে আনবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এই হত্যাকা-কে বড় জয় বলে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের সফল এই অভিযানকে অভিনন্দন জানিয়েছেন।

জার্মানির চ্যান্সেলর অ্যাংগেলা মেরকেল বলেন, লাদেনের মৃত্যু শান্তির পক্ষে জয়। তবে এর মাধ্যমে চরমপন্থিদের পরাজয় হয়েছে তা বুঝায় না।

স্পেন সরকার এক বিবৃতিতে জানায়, লাদেনের মৃত্যু সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে দৃঢ় পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র দেশ জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান যুক্তরাষ্ট্রের সেনাদের সফলতায় অভিনন্দন জানান। তুরস্কের প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুল লাদেনের মৃত্যুতে সন্তুষ্টি প্রকাশ করেন।

ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট হারম্যান রমপাই এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ম্যানুয়েল বারোসো একটি যৌথ বিবৃতিতে বিশ্ব সন্ত্রাসের বিরুদ্ধে এটা বড় অর্জন বলে উল্লেখ করেছেন।

ওসামা বিন লাদেনের আল কায়দা বাহিনী ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের টাইন টাওয়ারে হামলা চালায়। বিশ্বের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী এ হামলায় কমপক্ষে ৩০০০ মানুষ নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ০২ মে, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।