ঢাকা, শুক্রবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোতে সতকর্তা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১২, মে ২, ২০১১

নয়াদিল্লি: পাকিস্তানে আমেরিকান সেনাদের হাতে আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের নিহত হওয়ার পর বিশ্বব্যাপী মার্কিন দূতাবাসগুলোতে সতকর্তা জারি করা হয়েছে। একইসঙ্গে মার্কিন নাগরিকদের ভ্রমণের সতর্ক করা হয়।



যুক্তরাষ্ট্র বিরোধী সহিংসতা এড়াতেই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়  সোমবার সকালে এই সতকর্তা জারি করে।

প্রেসিডেন্ট বারাক ওবামা রোববার দিবাগত রাতে মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত সময়ের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে বলেন, ‘লাদেন নিহত হওয়ায় আমেরিকা বিরোধী সহিংতা বেড়ে যাওয়ার আশংকা আছে। ’

তিনি আরও বলেন, এই বর্তমান অস্থির পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের যতটা সম্ভব ভ্রমণ, জনসমাবেশ, প্রতিবাদ সমাবেশ এড়িয়ে বাড়িতে কিংবা হোটেলে যে যেখানে আছে সেখানে অবস্থান করার জন্য জোর অনুরোধ করা যাচ্ছে।

ওবামা আরও বলেন, পরিস্থিতি পরিবর্তিত না হওয়া পর্যন্ত দেশটি তার দূতাবাস বা কনস্যুলেটগুলো সাময়িকভাবে বন্ধ বা কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, মে ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।