ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ‘বিন লাদেন মিশন’ পাকিস্তানের জন্য অমর্যাদাকর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৬ ঘণ্টা, মে ৩, ২০১১
যুক্তরাষ্ট্রের ‘বিন লাদেন মিশন’ পাকিস্তানের জন্য অমর্যাদাকর

ইসলামাবাদ: পাকিস্তানের সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফ বলেছেন, ওসামা বিন লাদেনকে মারার জন্য বিশেষ বাহিনী পাঠিয়ে যুক্তরাষ্ট্র তার দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। সোমবার মার্কিন বিশেষ বাহিনীর হাতে বিন লাদেন নিহত হওয়ার খবর প্রকাশের পর তিনি এ মন্তব্য করেন।

খবর ওয়াশিংটন টাইমসের ।

একটি ভারতীয় সংবাদ চ্যানেল সিএনএন-আইবিএনকে তিনি বলেন, ‘মার্কিন সেনারা আমাদের সীমান্ত অতিক্রম করে একটি শহরে অভিযান চালিয়েছে। সেটি হলো আবোত্তাবাদ। পাকিস্তানি জনগণের কাছে এটি গ্রহণযোগ্য নয়। এটা আমাদের সার্বভৌমত্বের লঙ্ঘন। ’

তিনি বলেন, পাকিস্তানি বিশেষ বাহিনী এ অভিযান পরিচালনা করলেই ভাল হতো। এটা না করে অভিযানটি এভাবে পরিচালনা মোটেই ঠিক হয়নি।

ওসামা বিন লাদেন রোববার রাতে মার্কিন বিশেষ বাহিনী ‘নেভি সিলের’ অভিযানে নিহত হয়েছেন বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে। পাকিস্তানের আবোত্তাবাদ শহরে একটি প্রাচীর ঘেরা বাড়িতে প্রায় ৪০ মিনিটের অভিযানে বিন লাদেনকে হত্যা করা হয় বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

সোমবার সকালে একজন মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদ সম্মেলনে জানান, অভিযান শেষ হওয়ার আগে পর্যন্ত তারা এ  বিষয়ে পাকিস্তান কর্তৃপক্ষকে কিছুই জানায়নি।

এ প্রসঙ্গে মোশাররফ বলেন, ‘এই পারস্পরিক বিশ্বাসের ঘাটতি খুবই দুঃখজনক। যদি দুই পক্ষ একই সঙ্গে তাদের সাধারণ শত্রুর বিরুদ্ধে অভিযান চালাতে চায় তাহলে পরস্পরের মধ্যে বিশ্বাস ও আস্থা থাকতে হয়। ’

পাকিস্তান তালেবান ও আল কায়েদার বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রেখেছে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, কিছু স্থানীয় পাকিস্তানি বিন লাদেনকে সহযোগিতা করে থাকতে পারে।

মোশাররফ বলেন, একটি লড়াইয়ে কেবল জয় হয়েছে। কিন্তু যুদ্ধ চলতেই থাকবে। আল কায়েদা এখনো সেখানে রয়েছে বলে সতর্ক করে দেন তিনি।

বাংলাদেশ সময়: ০২৩৮ ঘণ্টা, মে ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।