ইসলামাবাদ: ওসামা বিন লাদেনের হত্যার প্রতিশোধ নিতে পাকিস্তানি সেনা এবং মার্কিন ও পাকিস্তান সরকারের শীর্ষ স্থানীয় ব্যক্তিদের ওপর হামলার হুমকি দিয়েছে তালেবানের পাকিস্তান শাখা। খবর রয়টার্সের।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার মার্কিন বিশেষ বাহিনীর হাতে ওসামা বিন লাদেন নিহত হওয়ার খবর জানার পর তাদের এক মুখপাত্র যেসব প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের ওপর হামলার হুমকি দিয়েছেন তার মধ্যে রয়েছে- পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, পাকিস্তানি সেনাবাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যক্তিরা।
একটি অজ্ঞাত স্থান থেকে এহসানুল্লাহ এহসান নামে ওই মুখপাত্র রয়টার্সকে টেলিফোনে এসব কথা জানিয়েছেন। তিনি নিজেকে তালেবানের পাকিস্তান শাখা তেহরিক-ই- তালেবান পাকিস্তান (টিটিপি)-এর মুখপাত্র বলে পরিচয় দেন।
তিনি বলেন, ‘এখন পাকিস্তান শাসকগোষ্ঠী, প্রেসিডেন্ট জারদারি এবং সেনাবাহিনীই হবে আমাদের আক্রমণের প্রথম লক্ষ্যবস্তু। আর আমেরিকা হবে দ্বিতীয় লক্ষ্যবস্তু। ’
বাংলাদেশ সময়: ০৩২৭ ঘণ্টা, মে ০৩, ২০১১