ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে নিঁখোজ মার্কিন হেলিকপ্টারের ধ্বংসাবশেষ সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, মে ১৫, ২০১৫
নেপালে নিঁখোজ মার্কিন হেলিকপ্টারের ধ্বংসাবশেষ সন্ধান ছবি: সংগৃহীত

ঢাকা: নেপালে ত্রাণবাহী নিখোঁজ মার্কিন হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধানের কথা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে হেলিকপ্টারে থাকা ছয় মার্কিন ও দুই নেপালি সেনার ভাগ্যে কী ঘটেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।



নেপাল সেনাবাহিনীর বরাত দিয়ে শুক্রবার (১৫ মে) দুপুরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

মেজর জেনারেল বিনোজ বাসনেতের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, চীন সীমান্তে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ দেখা গেছে। সত্যতা যাচাইয়ে ও বিস্তারিত জানতে ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা চলছে।

তবে হেলিকপ্টারে থাকা কেউ জীবিত রয়েছেন কি-না সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি বিনোজ বাসনেত।

গত মঙ্গলবার (১২ মে) নেপালের চারিকট এলাকায় নিখোঁজ হয় মেরিন হেলিকপ্টার ইউএইচ-১ ওয়াই ভেনোম। মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন ক্রিস সিমসের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম সে সময় এ তথ্য জানায়।

নিখোঁজের পরপরই অপর তিনটি মার্কিন হেলিকপ্টারের ৯০ মিনিটের অনুসন্ধানেও খোঁজ মেলেনি হেলিকপ্টারটির। তবে, নেপালি সেনাবাহিনী অনুসন্ধান অব্যাহত রাখে।

পেন্টাগনের এক মুখপাত্র স্টিভ ওয়ারেনের বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স জানায়, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে হেলিকপ্টারটি জ্বালানি সঙ্কটের কথা জানিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, মে ১৫, ২০১৫
জেডএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।