ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনের সঙ্গে ভারতের হাজার কোটি ডলারের চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, মে ১৫, ২০১৫
চীনের সঙ্গে ভারতের হাজার কোটি ডলারের চুক্তি ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতের শিক্ষা, রেলওয়ে ও বিজ্ঞান গবেষণা খাতে এক হাজার কোটি ডলার চীনা বিনিয়োগের জন্য চব্বিশটি আলাদা আলাদা চুক্তিতে স্বাক্ষর করেছেন দুই দেশের প্রধানমন্ত্রী।

শুক্রবার (১৫ মে) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক দ্বিপাক্ষিক বৈঠকে বসেন।

এ বৈঠকেই চুক্তিগুলো স্বাক্ষরিত হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বৈঠকে দুই দেশের মধ্যে চলমান সীমান্ত সমস্যা নিয়েও দুই নেতা আলোচনা করেন বলে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (১৪ মে) তিনদিনের রাষ্ট্রীয় সফরে চীনের জিয়ানে অবতরণ করেন মোদি। এসময় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং তাকে অভ্যর্থনা জানান।

অভ্যর্থনার পর মোদিকে ‘টেরাকোটা ওয়ারিয়র’ প্রদর্শনীতে নিয়ে যান জিনপিং। এরপর দুই নেতা একটি জাকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দেন। এসময় মোদিকে সোনার বুদ্ধমূর্তি উপহার দেওয়া হয় বলে জানা গেছে।

বেইজিংয়ের পর নরেন্দ্র মোদি সাংহাই সফর করবেন বলে জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃপক্ষ। সেখানে তিনি ব্যবসায়িক সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, মে ১৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।