ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নারীদের তুরস্ক ভ্রমণে নিষেধাজ্ঞা দিল মিশর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, মে ১৭, ২০১৫
নারীদের তুরস্ক ভ্রমণে নিষেধাজ্ঞা দিল মিশর

ঢাকা: পুরুষদের তুরস্ক ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়ার কয়েক মাসের মাথায় নারীদের ওপরও একই নিষেধাজ্ঞা আরোপ করেছে মিশরীয় সরকার।

১৮ থেকে ৪০ বছর বয়সী নারীদের এখন থেকে তুরস্ক ভ্রমণের ক্ষেত্রে মিশরীয় নিরাপত্তা বাহিনীর ছাড়পত্র লাগবে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার (১৭ মে) জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



জানা গেছে, তুরস্কের রুট ধরে ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে নিজেদের নাগরিকদের যোগ দেওয়া ঠেকাতে এই সিদ্ধান্তে গেছে মিশরীয় সরকার।

দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, নির্ধারিত বয়সসীমার মধ্যে কোনো নারী তুরস্ক ভ্রমণ করতে চাইলে তাকে এখন থেকে যাত্রা শুরুর ৭২ ঘণ্টার মধ্যে নিরাপত্তা বাহিনীর ছাড়পত্র উপস্থাপণ করতে হবে।

নারীদের ভ্রমণে এই নিষেধাজ্ঞা বৃহস্পতিবার (২১ মে) থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন কায়রো বিমানবন্দরের এক কর্মকর্তা।

এর আগে গত বছর ডিসেম্বরে লিবিয়া ও তুরস্ক ভ্রমণের ক্ষেত্রে পুরুষদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মিশর।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, মে ১৭, ২০১৫
আরএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।