ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অ্যাবোটাবাদের বাড়িতে সক্রিয়ভাবে আল-কায়েদার কাজকর্ম চলত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, মে ৮, ২০১১
অ্যাবোটাবাদের বাড়িতে সক্রিয়ভাবে আল-কায়েদার কাজকর্ম চলত

ওয়াশিংটন: ওসামা বিন লাদেন নিহত হওয়ার আগে অ্যাবোটাবাদের ওই বাড়ি থেকে সক্রিয়ভাবে আল-কায়দার কাজকর্মের তদারকি করতেন। মার্কিন যুক্তরাষ্ট্র ওই বাড়িতে তল্লাশি চালানোর পর বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়।

একজন শীর্ষ মার্কিন কর্মকর্তা আন্তর্জাতিক গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।     

ইসলামাবাদ থেকে ৮০ কিমি দূরে পাকিস্তানের সামরিক বাহিনীর একটি স্থাপনার কাছে অ্যাবোটাবাদের ওই বাড়িতে আল-কায়দা প্রধান ওসামা বিন লাদেন সোমবার মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে নিহত হন।  

মার্কিন বিশেষ বাহিনী ওই বাড়িতে অভিযান চালিয়ে ১০ টি হার্ড ড্রাইভ, পাঁচটি কম্পিউটার এবং একশ’রও বেশি সংরক্ষিত ডিভাইস যেমন, ডিস্ক এবং থাম ড্রাউভ উদ্ধার করে।

অ্যাবোটাবাদের ওই বাড়ির গোপনাধার থেকে যেসব ইলেট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে তাতে আসলে কী আছে তা বোঝার জন্য সিআইএ একটি টাস্কফোর্স গঠন করেছে।  

ওই কর্মকর্তা জানান, ওসামা বিন লাদেন জঙ্গি তৎপরতা চালাতে এবং সংগঠনটির নিয়ন্ত্রণের জন্য টেলিফোন, মোবাইল, ইন্টারনেটের পরিবর্তে শুধু কুরিয়ার নেটওয়ার্ক ব্যবহার করতেন।

ওই কর্মকর্তা বলেন, আমি মনে করি না লাদেনের আল-কায়দা ছাড়া অন্য কোন সংগঠনের সঙ্গে যোগসাজশ ছিল।

সিআইএ প্রধান লিওন প্যানেট্টা বলেন, সিআইএ যেরকমটি চেয়েছিল ঠিক সে রকমই সবকিছু হয়েছে।

বাংলাদেশ সময়:১৮২১ ঘণ্টা, মে ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।