ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইদলিবের শেষ সেনা ঘাঁটিও হাতছাড়া সিরীয় সরকারের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, মে ২০, ২০১৫
ইদলিবের শেষ সেনা ঘাঁটিও হাতছাড়া সিরীয় সরকারের

ঢাকা: সিরিয়ার ইদলিব প্রদেশে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের সর্বশেষ গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটিটাও হাতছাড়া হয়ে গেছে।

দিনভর বিদ্রোহীদের সঙ্গে লড়াই শেষে দেশটির সেনাবিহনী পিছু হটতে বাধ্য হয় বলে বুধবার (২০ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়।



গত মার্চে ইদলিব প্রদেশ দখল করে নেয় আল কায়েদা সংশ্লিষ্ট নুসরা ফ্রন্টসহ বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠি। এবার সর্বশেষ এই সেনাঘাঁটি দখলের মধ্য দিয়ে প্রদেশটিতে তাদের শাসন আরও দৃঢ়তা পেল বলেই মনে করা হচ্ছে।

সেই সঙ্গে প্রেসিডেন্ট আসাদের ঘাঁটি বলে পরিচিত ইদলিবের রাজধানী লাটাকিয়ার আরও কাছে পৌঁছে গেল বিদ্রোহীরা।

এদিকে, ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) হোম প্রদেশ দখলে এখনও তৎপরতা অব্যাহত রেখেছে। গত সপ্তাহের শেষের দিকে এই এলাকায় প্রাচীন নগরী পালমিরা থেকে পিছু হটার পর তারা আবার শহরটির ভেতর প্রবেশের চেষ্টা করছে।

পালমিরার অধিবাসীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদামাধ্যমগুলো জানিয়েছে, জঙ্গি সংগঠনটি শহরের উত্তর দিকে অবস্থান নিয়েছে।

বাংলাদেশ সময়: ০৬৪৮ ঘণ্টা, মে ২০, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।