ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মিশর: খ্রিস্টান- মুসলিম সংঘর্ষে আটক ১৯০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪২, মে ৮, ২০১১

কায়রো: মিশরে খ্রিস্টান-মুসলিমদের মধ্যে সংঘটিত দাঙ্গায় ১৯০জনেরও বেশি লোককে আটক করা হয়েছে। এদেরকে সামরিক বিচারের মুখোমুখি করা হবে।

দেশটির সেনাবাহিনী এ কথা জানিয়েছে। খবর বিবিসির

ক্ষমতাসীন সেনাবাহিনীর সর্বোচ্চ পরিষদ সুপ্রিম কাউন্সিল জানায়, পরবর্তী সহিংতা এড়াতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।    

কায়রোর ইমবাবা জেলায় শনিবার  রাতভর এক সংঘর্ষে কমপক্ষে দশ জন নিহত এবং ১৮৬ জন আহত হয়।

এর আগে প্রধানমন্ত্রী এ বিষয় নিয়ে মন্ত্রীপরিষদের এক জরুরি বৈঠকের জন্য উপসাগরীয় অঞ্চলের সফর বাতিল করেন।       

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলী জেলা ইমবাবায় মুসলমানদের একটি গ্রুপ শনিবার বিকেলে কপটিক (মিশরীয় খ্রিস্টান) সেন্ট মেনা গির্জায় হামলা চালায়। ওই গির্জায় একজন খ্রিস্টান নারীকে জোর পূর্বক আটক রাখা হয়েছে যে মুসলমান হতে চায় এ দাবিতে তারা তাকে মুক্ত করতে গেলে খ্রিস্টানদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে।

ওই গির্জার যাজক ফাদার হারমিনা বার্তা সংস্থা এএফপিকে জানান, বিকেলে গুন্ডা বাহিনী এবং স্থানীয় সালাফিরা (মুসলিমদের একটি সম্প্রদায়) গির্জায় আগুন দিলে এ কপটরা পুড়ে মারা যায়।

বাংলাদেশ সময়: ১৯৪৬ঘণ্টা, মে ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।