দামাস্কাস: সিরিয়ায় বিক্ষোভকারীদের প্রধান কেন্দ্রে পরিণত হওয়া হোমস শহরের অনেকাংশে রোববার রাতে নিরাপত্তাবাহিনী প্রবেশ করেছে। খবর বিবিসির
গোলাগুলির শব্দ শোনা গেছে এবং অনেকেই আটক করা হয়েছে।
শুক্রবার হোমস শহরে জুমার নামাজের পর এক বিক্ষোভে প্রায় ১৫জন নিহত হয়। কর্তৃপক্ষ জানায়, এতে ১১জন সেনা এবং পুলিশও নিহত হয়। সরকার এর জন্য সশস্ত্র জঙ্গি গোষ্ঠীগুলোকে দায়ী করেছে।
হোমস শহরে সেনা এবং পুলিশ ট্যাঙ্ক নিয়ে প্রবেশ করছে। রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শী এবং মানবাধিকার কর্মীরা এ খবরের সত্যতা নিশ্চিত করেছে।
রাজপথ থেকে ভারী মেশিনগান এবং গোলাগুলির শব্দ শোনা গেছে।
অভিযান চালানোর আগে প্রায় এক মিলিয়ন অধিবাসী অধ্যুষিত ওই শহরের বিদ্যুৎব্যবস্থা বিচ্ছিন করে দেয়া হয়।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা,মে ০৮, ২০১১