ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিন লাদেনের সহযোগীদের খুঁজে বের করতে পাকিস্তানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, মে ৯, ২০১১
বিন লাদেনের সহযোগীদের খুঁজে বের করতে পাকিস্তানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ

ওয়াশিংটন: আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সহযোগী নেটওয়ার্ক খুঁজে বের করতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। খবর বিবিসির।



সিবিএস নিউজের ৬০ মিনিট শোতে দেওয়া এক সাক্ষাতকার যা রোববার সম্প্রচার করা হয় এতে ওবামা বলেন, পাকিস্তানের অভ্যন্তরে বিন লাদেন ছয় বছর অবস্থান করছিল। সরকারের কোনো কর্মকর্তা এর সহযোগী ছিল কিনা ইসলামাবাদকে তা তদন্ত করতে হবে।

মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বিন লাদেনের বিধবা স্ত্রীদের সঙ্গে কথা বলতে চায়। এদের মধ্যে একজন যিনি অ্যাবোটাবাদে বিন লাদেনের সঙ্গে অবস্থান করছিলেন। গত সোমবারের অভিযানে তিনি মার্কিন বিশেষ বাহিনীর গুলিতে আহত হন। তিনি বর্তমানে পাকিস্তান কর্তৃপক্ষের হাতে বন্দি।

এদিকে, পাকিস্তানের গ্যারিসন শহর অ্যাবোটাবাদে মিলিটারি অ্যাকাডেমির মাত্র এক কিলোমিটারের মধ্যে বিন লাদেন ছয় বছর ধরে আত্মগোপন করে থাকলেও এ বিষয়ে কিছুই জানত না বলে দাবি করছে পাকিস্তান গোয়েন্দা সংস্থা।

সিবিএসের সঙ্গে সাক্ষাতকারে ওবামা বলেন, পাকিস্তানে নিশ্চিত ভাবেই আল কায়েদা নেতার একটি সহযোগী নেটওয়ার্ক রয়েছে। তবে তিনি জানেন না সরকারের কোনো কর্মকর্তা এর মধ্যে আছেন কিনা।

তিনি বলেন, ‘বিন লাদেনের সহযোগী চক্রের মধ্যে পাকিস্তান সরকারের ভিতরের বা বাইরের কেউ জড়িত আছেন কিনা তা আমরা জানি না। তবে এটা তদন্ত করে দেখতে হবে। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো তা পাকিস্তান সরকারকেই করতে হবে। ’

মার্কিন প্রেসিডেন্ট ওবামার এ সাক্ষাতকার গ্রহণ করা হয় গত সপ্তাহের বুধবারে।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, মে ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।