ইসলামাবাদ: ইসলামাবাদে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ‘র আঞ্চলিক প্রধানের নাম প্রকাশের দাবি করেছে পাকিস্তানের গণমাধ্যমগুলো।
গত সপ্তাহের সোমবার পাকিস্তানের গ্যারিসন শহর অ্যাবোটাবাদে আত্মগোপনে থাকা আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন হত্যার পর দুই দেশের মধ্যে সম্পর্ক এখন তিক্ত।
তবে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার একজন মুখপাত্র সোমবার এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
গত ছয় মাসের মধ্যে ইসলামাবাদে সিআইএ প্রধানের নাম দ্বিতীয়বার প্রকাশের দাবি করল পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলো। তবে, প্রকাশিত নাম সঠিক নয় বলে দাবি করেছেন অনেকে।
গত ডিসেম্বরে ইসলামাবাদে তৎকালীন সিআইএ প্রধানের নাম মিডিয়াতে প্রকাশের দাবি করা হলে যুক্তরাষ্ট্র তাকে পাকিস্তান থেকে প্রত্যাহার করে নেয়। অবশ্য, পাকিস্তানি কর্তৃপক্ষ সিআইএ’র এ সাবেক আঞ্চলিক চিফের নাম প্রকাশ করতে রাজি হয়নি।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, মে ০৯, ২০১১