ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়াতে বিদেশি সাংবাদিক নিষিদ্ধ, দামেস্ক ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, মে ৯, ২০১১
সিরিয়াতে বিদেশি সাংবাদিক নিষিদ্ধ, দামেস্ক ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী

দামাস্কাস: সিরিয়াতে সরকারবিরোধী বিক্ষোভ ঠেকাতে রাজধানী দামেস্ক বেষ্টন করে রেখেছে নিরাপত্তা বাহিনী। সোমবার শহরের পশ্চিমাংশে  ভারী গোলা বর্ষণের শব্দ শোনা গেছে।

স্থানীয় মানবাধিকার কর্মীরা এ খবর জানিয়েছেন। তবে বিদেশি সাংবাকিদের প্রবেশ করতে না দেওয়ায় প্রকৃত ঘটনা জানা সম্ভব হচ্ছে না। খবর বিবিসির।

এদিকে হোমস, দেরা এবং বানিয়াসসহ দেশের বিভিন্ন শহরে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ছত্রভঙ্গ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী।

গতকাল রোববার বিক্ষোভের কেন্দ্রস্থল হোমসে আন্দোলনকারীদের ওপর গুলি, গণগ্রেপ্তার এবং প্রাণহানির খবর পাওয়া গেছে। রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমগুলোর দেওয়া তথ্য মতে বন্দুকধারীদের গুলিতে ১০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

তবে বিদেশি সাংবাদিকদের সিরিয়ায় প্রবেশাধিকার না দেওয়ায় এ তথ্য নিরপেক্ষ সূত্রে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে, আন্দোলকারীদের ওয়েবসাইটে সোমবার সকালে বলা হয় দামেস্ক পশ্চিমে মুয়াধামিয়ার সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সেনারা। ওই অঞ্চলে ভারী গোলা বর্ষণের শব্দ পাওয়া যাচ্ছে। আকাশে কালো ধোঁয়া দেখা যাচ্ছে এবং বিদ্যুৎ ও টেলিযোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

এদিকে হোমস ও উত্তর দামেস্কে মোতায়েন নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। তারা ট্যাঙ্কবহর নিয়ে লোকজনের বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে এবং শনিবার রাত থেকে গণহারে আটক শুরু হয়েছে।

সোমবার একজন স্থানীয় বাসিন্দা বিবিসিকে জানান, সাধারণ মানুষের বিক্ষোভে যোগ দেওয়া ঠেকাতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে সারা শহরে ছড়িয়ে পড়েছে। শহরের বাইরে থেকে ট্যাঙ্কের গোলা এবং বন্দুকের গুলির শব্দ পাওয়া যাচ্ছে। গত রাতে কয়েক ঘণ্টাব্যাপী একটানা গোলাগুলির শব্দ পাওয়া গেছে।
শহরে বিদ্যুৎ নেই এবং মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, মে ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।