ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাবরি মসজিদ নিয়ে রায়টি ছিল ‘অদ্ভূত’ !

এলাহাবাদ হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টে স্থগিত

তীর্থঙ্কর ঘোষ, দিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, মে ৯, ২০১১
এলাহাবাদ হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টে স্থগিত

নয়াদিল্লি: রামজন্মভূমি-বাবরি মসজিদ মামলায় এলাহাবাদ হাইকোটের্র রায় স্থগিত ঘোষণা করেছে ভারতের সুপ্রিমকোর্ট। এর পাশাপাশি এলাহাবাদ হাইকোর্টের দেওয়া রায়কে ‘অদ্ভূত’ বলে আখ্যা দিয়ে সুপ্রিম কোর্ট বলেছে, ওই রায়ে মুসলমানদের প্রতি সুবিচার করা হয়নি।



বাবরি মসজিদকে তিন ভাগে ভাগ করে দেওয়ার যে রায় এলাহাবাদ হাইকোর্ট দিয়েছে তা সঠিক নয় বলেও সুপ্রিম কোর্টের স্থগিতাদেশে উল্লেখ করা হয়। সুপ্রিম কোর্ট এর কারণ হিসেবে উল্লেখ করে,ওই রায়ে হিন্দু মুসলিমদের মধ্যে ক্ষোভ প্রশমনের বদলে তা আরও উসকে দেওয়া হয়েছে।         

এলাহাবাদ হাইকোর্টের বিভক্ত রায়ে বলা হয়েছিল, হিন্দু দেবতা রামের জন্মভূমি পবিত্র অযোধ্যাতে মুগল আমলে মুসলমানরা বাবরি মসজিদ তৈরি করে।          

এদিকে, সুন্নি ওয়াকফ বোর্ড সোমবার জানিয়েছে, বিতর্কিত রামমন্দির-বাবরি মসজিদ মামলার রায় স্থগিত করে সুপ্রিমকোর্টের দেওয়া আদেশে তারা সন্তুষ্ট। এর আগে এলাহাবাদ হাইকোর্ট অযোধ্যায় বাবরি মসজিদের ভেঙে ফেলা অংশকে তিনভাগে ভাগ করার আদেশ দিয়েছিল।

সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জাফরিয়াব জিলানি সাংবাদিকদের জানান, ‘সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের উপর আমি কোনো মন্তব্য করবো না। আমরা এত বেশি পর্যবেক্ষণ শুনেছি যে, অনেক যুক্তির বিষয়ে আমরা সচেতন আছি। ’          

‘পরবর্তী পদক্ষেপ কী হবে’---জানতে চাইলে তিনি বলেন, আমরা উচ্চ আদালতের দিকে তাকিয়ে আছি। এটা নির্ভর করবে আদালতের উপর। ছুটির পর যখন আদালত বসবে তখন নিশ্চয়ই এ ব্যাপারে কোন একটা সুরাহা হবে।

সুন্নি ওয়াক্্ফ বোর্ড বিতর্কিত অযোধ্যা রামজন্মভূমির একটা অংশ। বাবরি মসজিদের বিতর্কিত অংশকে সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখড়া এবং রামলালাকে ভাগ করে নিতে ২০১০ এর ২০১০ এর সেপ্টেম্বরে এলাহাবাদ হাইকোর্ট এক রায়ে বলেছিল।

 বাংলাদেশ সময়:১৯৪৫ঘণ্টা, মে ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।