ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রতারণার দায়ে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, মে ২৫, ২০১৫
প্রতারণার দায়ে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর কারাদণ্ড সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট

ঢাকা: প্রতারণার দায়ে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টকে ৮ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

তার বিরুদ্ধে এক মার্কিন ব্যবসায়ীর সঙ্গে ১ লাখ ৫০ হাজার ডলারের বেশি অর্থ প্রতারণার অভিযোগ আনা হয়।

ওলমার্টের আইনজীবী এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলেও জানান তিনি।

এহুদ ওলমার্ট ২০০৬-০৯ সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন। প্রতারণার ‍অভিযোগ ওঠার পর তিনি পদত্যাগে বাধ্য হন।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, মে ২৫, ২০১৫
এটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।