ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ওসামা হত্যার বদলা: মুসলিম জঙ্গিদের টার্গেট প্রিন্স হ্যারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, মে ৯, ২০১১
ওসামা হত্যার বদলা: মুসলিম জঙ্গিদের টার্গেট প্রিন্স হ্যারি

লন্ডন: একটি মুসলিম চরমপন্থী গ্রুপ এক ভিডিও প্রকাশ করেছে, তাতে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স হ্যারিকে দেখে নেয়ার হুমকি দেয়া হয়েছে।

ডেইলি মেইল অনলাইনের খবরে বলা হয় যে, লাদেনকে হত্যার পর মুসলমানদের বিরুদ্ধে ক্রুসেড ঘোষণা করে ভিডিও প্রচার করে যে অপ্রচার চালানো হয়েছে তার জবাবেই এই ভিডিও  প্রকাশ করা হয়েছে।



তিন মিনিটের ওই ভিডিওটি গত সপ্তাহে প্রচার করা হয়।

প্রিন্স হ্যারিকে লাদেন হত্যার বদলা হিসেবে টার্গেট করার কারণ হিসেবে ওই ভিডিওতে বলা হয়, তিনি আফগানিস্তানে ব্রিটিশ সেনাবাহিনীর হয়ে কাজ করেছেন এবং নাৎসিদের পোশাক পরিধান করেছেন।

ওই ভিডিও চিত্রটিতে প্রিন্স হ্যারির প্রতি চরম ঘৃণা প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, প্রিন্স হ্যারি সম্প্রতি ব্রিটিশ সেনাবাহিনীতে ক্যাপ্টেন হিসেবে পদোন্নতি পেয়েছেন।

বাংলাদেশ সময়:১৯৩২ ঘণ্টা, মে ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।