ঢাকা: রাশিয়ায় ব্যাপক পরিসরে মহড়া শুরু করেছে দেশটির সেনাবাহিনী। আড়াইশ যুদ্ধবিমান ও ১২ হাজার সেনাসদস্য এই মহড়ায় অংশ নিচ্ছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যুদ্ধপ্রস্তুতি পর্যবেক্ষণের জন্যই হঠাৎ করে এই চার দিনব্যাপী ব্যাপক মহড়া শুরু করা হয়েছে।
আর্কটিক অঞ্চলে ন্যাটো ও এর সহযোগী কয়েকটি দেশের সেনাবাহিনীর মহড়া শুরুর দিনই রাশিয়া এই সেনা মহড়া শুরু করলো।
রাশিয়ান বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স ও তাসের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, এই মহড়ায় সাতশ’র বেশি অস্ত্র ও সেনা সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।
এছাড়া মহড়া চলাকালে কোমি রিপাবলিক এলাকায় পরীক্ষামূলক লক্ষ্যে ক্রুজ মিসাইল নিক্ষেপও করবে রাশিয়ার দূরপাল্লার যুদ্ধবিমানগুলো।
বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, মে ২৬, ২০১৫
আরএইচ