ঢাকা: মালিতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক সদস্য গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় মালির রাজধানী বামাকোতে এ হামলার ঘটনা ঘটে বলে নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এ ঘটনায় আহত সেনা সদস্যও বাংলাদেশি বলে জানা গেছে।
বাংলাদেশ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিহত বাংলাদেশি শান্তিরক্ষী সৈনিকের নাম নীলকান্ত হাজং। আহত অপর বাংলাদেশি সেনার নাম সিরাজুল ইসলাম।
মালির নিরাপত্তা বাহিনীর এক সূত্র জানান, বন্দুকধারী কয়েকজন সন্ত্রাসী জাতিসংঘ মিশনের একটি গাড়িতে হামলা চালায়। এতে দুই সেনা সদস্যের একজন নিহত ও একজন গুরুতর আহত হয়।
মালিতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন ‘মিনুসমা’র এক সূত্র জানান, বামাকো বিমানবন্দর থেকে শহরের দক্ষিণ দিকে যাওয়ার সময় গাড়িটিতে হামলার ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, মে ২৬, ২০১৫/ আপডেট: ১১১৯ ঘণ্টা
আরএইচ