ওয়াশিংটন: দোমিনিক স্ত্রস কানের লজ্জিত ক্ষুব্ধ স্ত্রী স্বামীর জামিনের টাকা সংগ্রহ করতে নিজের বাড়িটি বন্ধক রেখেছেন। যুক্তরাষ্ট্রের সাবেক ওয়ার্লড ট্রেড সেন্টার সংলগ্ন অভিজাত এলাকার বিলাস বহুল বাড়িটি ৬০ লাখ মার্কিন ডলারে বন্ধক রাখা হয়েছে।
গত সপ্তাহে হোটেল পরিচারিকাকে যৌন হয়রানির অভিযোগে আটকের পর শুক্রবার নিউইয়র্কের রিকারস আইল্যান্ডের জেল থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক আইএমএফ প্রধান দোমিনিক স্ত্রস কান।
ডেইলি মেইল পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, উত্তরাধিকার হিসেবে তার স্ত্রী টিভি উপস্থাপিকা অ্যান সিনক্লেয়ার ওয়াশিংটনে স্ত্রস কানের বিশাল বাড়িটি ৬০ লাখ মার্কিন ডলারে বন্ধক রেখেছেন। স্ত্রসের জামিন বাবদ নগদ ১০ লাখ এবং বীমাচুক্তির ৫০ লাখ ডলার সংগ্রহ করতেই তাকে এ কাজ করতে হলো। জর্জটাউনের অভিজাত এলাকায় ওই বাড়িটি তিনি ২০০৭ সালে ৪০ মিলিয়ন ডলারে কিনেছিলেন।
আদালতের শর্ত অনুযায়ী জামিনে মুক্ত থাকা অবস্থায় যদি স্ত্রস পালিয়ে যান তাহলে তার স্ত্রীকে ওই পরিমাণ অর্থ মাশুল দিতে হবে।
গত সপ্তাহের শনিবারে নিউইয়র্কের ম্যানহাটনে সোফিটেল হোটেলে আফ্রিকান বংশোদ্ভূত ৩২ বছর বয়সী এক হোটেল পরিচারিকাকে যৌন হয়রানির অভিযোগে স্ত্রস কানকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার ম্যানহাটনের একটি আদালত শর্ত সাপেক্ষে তাকে জামিন দেয়। শুক্রবার তিনি জামিনে মুক্ত হন। তবে আদালতের নির্দেশ অনুযায়ী ৩০ জুন আবার শুনানির আগে পর্যন্ত তাকে গৃহবন্দি করে রাখা হবে।
বন্ধক দেওয়ার কারণে ওই বাড়ির পঞ্চম তলার বিলাস বহুল কামরাটির জন্য ভাড়া দিতে হবে সিনক্লেয়ারকে। এছাড়াও স্ত্রস কানের কামরার সামনে যে সসশস্ত্র পাহারাদার রাখা হবে তার জন্যও এক লক্ষ ৫০ হাজার পাউন্ড গুনতে হবে তাকে।
এদিকে স্ত্রস কানের আইনজীবীদের দাবি ওই নারীর সম্মতিক্রমেই তাদের মক্কেলের যৌন সম্পর্ক হয়েছিল। ২০১২ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের তিনি সম্ভাব্য প্রার্থী। সুতরাং তাকে রাজনৈতিকভাবে হেয় করতে এটি বিরোধীদের একটি ষড়যন্ত্র বলে দাবি করছেন তারা।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, মে ২১, ২০১১