ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলের কূটনীতিক এলাকায় একটি গেস্টহাউজে হামলা চালানোর সময় চার বন্দুকধারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) দিনগত রাতে উত্তর কাবুলের ওয়াজির আকবর খান জেলায় এ ঘটনা ঘটে।
কাবুল পুলিশের কর্মকর্তা আবদুল রহমান রাহিমী বলেন, রাতে আকস্মিকভাবে হামলা চালায় বন্দুকধারীরা। তবে তাদের লক্ষ্যে পৌঁছার আগেই নিরাপত্তা বাহিনীর গুলিতে এই চার বন্দুকধারী মারা যায়।
এদিকে তালেবান দাবি করছে, এ আক্রমণ কমপক্ষে ছয়ঘণ্টা ধরে চলে। নিহতরা সবাই তাদের লোক।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আক্রমণকারীরা রকেট চালিত গ্রেনেড লঞ্চারসহ অন্যান্য অস্ত্র সজ্জিত হয়ে আকস্মিকভাবে এ হামলা চালায়। তবে এ ঘটনায় কোনো বেসামরিক কিংবা সামরিক লোক হতাহত হয়নি।
গেস্টহাউজের ব্যবস্থাপক জানান, হোটেলের কোনো কক্ষ ক্ষতিগ্রস্ত হয়নি। এমনকি অতিথিরাও নিরাপদে আছেন।
আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রণালয় বলছে, হিতাল নামে ওই গেস্ট হাউজে ২০০৯ সালের ডিসেম্বরে একবার হামলা করেছিল তালেবান।
কিন্তু বর্তমানে এর মালিকানা স্বত্ত্ব রয়েছে কাবুলের ঐহিত্যবাহী রাব্বানী পরিবারের হাতে। তাই এটি ‘রব্বানী গেস্টহাউজ’ নামেই পরিচিত।
বিদেশিদের কাছে বেশ জনপ্রিয় এই গেস্টহাউজটির পারিবারিক সূত্রে আফগানিস্তানের বর্তমান পররাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন রাব্বানীর মালিকানাধীন প্রতিষ্ঠান।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, মে ২৭, ২০১৫
এমএ