ওয়াশিংটন: আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো সম্পূর্ণ মুখমণ্ডল প্রতিস্থাপন করা মানুষটির গন্ধ শোঁকার ঈন্দ্রিয় চালু হয়ে গেছে। আর অস্ত্রোপচারের কয়েকদিন পরই এটা সম্ভব হলো।
২০০৮ সালে বিদ্যুৎসংযোগ তারে ডালাস উইয়েনসের মাথার স্পর্শ তাতে তার পুরো মুখ পুড়ে যায়। এতে তার নাক-মুখ-কান-ত্বক-চোখ নষ্ট হয়ে যায়।
বহুদিন পর বাইরের মানুষের সঙ্গে দেখা করছে ডালাস। তিনি সামনের দিকে তাকাচ্ছেন বলে জানান। ‘মেয়েকে আলিঙ্গন ও চুমু খেতে পারার কথা ভাবছি। ’ শিশুমেয়েটিকে চুমু খেতে চাইলেও তিনি তা পারতেন না। তিনি বলেন, ‘আমার বয়স মাত্র ২৬। বিশ্ববিদ্যালয়ে আবারও পড়া শুরু করারও চিন্তা রয়েছে।
বস্টনের ব্রাইগাম ও উইমেন্স হসপিটালের চিকিৎসকরা বলছেন, সম্পূর্ণ স্নায়ু ও মাংসপিণ্ডির কার্যক্ষমতা ফিরে পেতে আরও সময় লাগবে। তবে উন্নত তবে এ ব্যাপারে তারা নিশ্চিত।
এ পর্যন্ত ডালাসের ২৪টি অপারেশন করা হয়েছে। এতে অর্থায়ন করছে মার্কিন সামরিক বাহিনী। আশা করা হচ্ছে, মারাত্মক আহত সেনাদের চিকিৎসায় এই অস্ত্রোপচারের শিক্ষা কাজে লাগানো হবে।
ডালাস এখন নাক দিয়ে শ্বাস-প্রশ্বাস পারছেন, যা তার সেরে ওঠার জন্য সবচেয়ে ঘটনা। একইসঙ্গে ঘ্রাণও নিতে পারবেন তিনি। হাসপাতালের একজন নার্স তার কক্ষে একটি ফুল নিয়ে আসলে তার সুগন্ধ টের পান।
বাংলাদেশ সময়: ০৮১৪ ঘণ্টা, মে ১০, ২০১০